সুপ্রিম কোর্টে নিযুক্ত রাষ্ট্রপক্ষের সব আইন কর্মকর্তাকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখেছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে চলচ্চিত্রটি দেখেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা
চলচ্চিত্র দেখে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, চলচ্চিত্রটির মাধ্যমে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমাদের স্বাধীনতার সংগ্রামের ইতিহাসকে তুলে ধরা হয়েছে। দেশের জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়ে বঙ্গবন্ধু যে সংগ্রহ করেছেন তা এ চলচ্চিত্রের মাধ্যমে ফুটে উঠেছে। এটি তরুণ প্রজন্মসহ সবার দেখা উচিৎ।