রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হওয়ার মধ্য দিয়ে ঢাকাবাসীর দুঃখ মোচন হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক এই মেয়র বলেন, ‘আজ ঢাকাবাসীর আনন্দের দিন, খুশির দিন। ঢাকাবাসীর দুঃখ মোচনের দিন। আমরা ঢাকাবাসী প্রতিদিন তীব্র যানজটের মুখোমুখি হই। ঘণ্টার পর ঘণ্টা আমাদের রাস্তায় কাটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গর্ব করে বলেছিলেন এই শহরের মানুষের কাছে, তিনি যদি নির্বাচিত হতে পারেন, এ শহরের মানুষের দুঃখ-কষ্ট রোধ করবেন। আজ উত্তরা- মতিঝিল মেট্রোরেল উদ্বোধনের মধ্য দিয়ে সেই দুঃখ মোচন হলো।’
শনিবার (৪ অক্টোবর) রাজধানীর আরামবাগে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। জনসভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি বলছে টেক ব্যাক বাংলাদেশ। অর্থাৎ আমরা যে উন্নয়ন করেছি, তাকে টেনেহিঁচড়ে পেছনে নিয়ে আসা। তাদের সে স্বপ্ন কোনোদিনই পূর্ণ হবে না।’
তিনি বলেন, ‘যে উন্নয়ন-অগ্রযাত্রা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অব্যাহত আছে, আগামী নির্বাচনে তাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে এই অগ্রযাত্রা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।’
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাঈদ খোকন আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে স্লোগান ধরে বলেন, ‘শেখ হাসিনার নির্দেশ, মুভ অন বাংলাদেশ’।