বৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আইনজীবী স্ত্রীর মামলায় পুলিশ কর্মকর্তা স্বামীর কারাদণ্ড

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে আইনজীবী স্ত্রীর করা মামলায় পুলিশ পরিদর্শক স্বামী আবু নকিবকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আবু নকিব ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বরখাস্ত।

পুলিশ কর্মকর্তা স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবি, মারধর, হত্যার হুমকি, না জানিয়ে বিয়ে করাসহ বিভিন্ন অভিযোগ এনে ২০০৯ সালে আদালতে মামলা করেন নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) জাসমিন আহমেদ।

জাসমিন আহমেদ বলেন, ‘যৌতুক না পেয়ে প্রায়সময় আবু নকিব ঘুমের মধ্যে আমার গলা টিপে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করতেন। এসব বিষয়ে প্রতিবাদ করলে বেল্ট ও বুট জুতা দিয়ে আমাকে মারধর করতেন। এছাড়া গোপনে আরও দুটি বিয়ে করেছেন আবু নকিব। আমাকে মারধর করে পাঁচ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়েছিলেন। আমি আদালতের রায়ে সন্তুষ্ট।’

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাকসুদা হাবিব জাগো নিউজকে জানান, জাসমিন আহমেদের সঙ্গে ২০০৭ সালের ১৪ মে পুলিশ পরিদর্শক আবু নকিবের ১০ লাখ এক হাজার টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের পর থেকেই ৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে দুই দফায় মারধর করে গুরুতর আহত করেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় আদালতে মামলা করেন ভুক্তভোগী। ওই মামলায় আজ রায় দিয়েছেন আদালত।

সর্বশেষ - সারাদেশ