শুক্রবার , ১৭ মে ২০২৪ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

টঙ্গীতে প্লাস্টিকের গোডাউনে আগুন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ১৭, ২০২৪ ৪:৫৩ পূর্বাহ্ণ

গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলের মরকুন মাস্টারপাড়া মোল্লার গ্যারেজ এলাকায় প্লাস্টিকের দানা ও চাপটি তৈরির গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় সেখানে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শী ও সরেজমিন জানা যায়, ওই আবাসিক এলাকায় গোডাউন ভাড়া নিয়ে বর্জিত প্লাস্টিক দিয়ে প্লাস্টিকের চাপটি ও দানা তৈরি করেন লেচু মিয়া নামে এক ব্যবসায়ী। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই তার বন্ধ থাকা গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। গোডাউনের ভেতরে পর্যাপ্ত প্লাস্টিকসামগ্রী থাকায় মুহূর্তের মধ্যেই গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গুদামে রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
 

সর্বশেষ - আইন-আদালত