রবিবার , ২ জুন ২০২৪ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

হাজিরা দিতে এসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন আসামি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুন ২, ২০২৪ ১:৪৭ অপরাহ্ণ

আদালতের বারান্দায় হাজির হয়ে এজলাসে প্রবেশের আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন জাকির হোসেন নামের এক ব্যক্তি। রোববার (২ জুন) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল।

জানা গেছে, জাল জালিয়াতির একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য রোববার বেলা সাড়ে ১১টায় আদালতে আসেন জাকির হোসেন। এসময় আদালতের বারান্দায় এসে জাকির হোসেন তার আইনজীবী আল মামুনের কাছে থাকা হাজিরার কাগজে টিপসই দেন। এর পরেই তিনি বারান্দায় অসুস্থ হয়ে বসে পড়েন।

সঙ্গে থাকা লোকজন কিছু বুঝে ওঠার আগেই জাকির সেখানেই মারা যান। পরে জাকিরের মরদেহ তার স্বজনরা কেরানীগঞ্জের বন্দ ডাকপাড়া গ্রামে নিয়ে যায়। তিনি ওই গ্রামের প্রয়াত আলাউদ্দিনের ছেলে।

জাকিরের অন্য আইনজীবী সুলতান নাসের জানান, জাকির আগে থেকেই রোগাক্রান্ত ছিলেন। জাল জালিয়াতির অভিযোগে জাকির ও তার ভাই-বোনদের আসামি করে ২০১৯ সালে মামলাটি করেছিলেন রহিমা খাতুন নামের এক নারী।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত