রবিবার , ৭ জুলাই ২০২৪ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আর্জেন্টাইন পুতুলের ব্রাজিলিও খোঁচা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ৭, ২০২৪ ৪:০০ অপরাহ্ণ

ফুটবলে আর্জেন্টিনার সমর্থক গায়িকা পুতুল। আজ রোববার সকালে ছিল ব্রাজিল ও উরুগুয়ের ম্যাচ। এতে ৪-২ গোলে উরুগুয়ের কাছে হারে ব্রাজিল। সকাল সকাল খেলা দেখতে উঠে হতাশ হয়েছেন এই আর্জেন্টিনা সমর্থক। ব্রাজিল ভক্তদের সুরে তাদের খোঁচা দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘সাতসকালে খেলা দেখতে না উঠলেই পারতাম। ঘুমটাই নষ্ট হলো, ধুর!’

ইউরো–কোপা আমেরিকার টুর্নামেন্টে দুদিন আগে আর্জেন্টিনার সঙ্গে খেলা ছিল ইকুয়েডরের। সেদিন প্রিয় দলের বিজয়ে উল্লসিত পুতুল ফেসবুকে লেখেন, ‘অভিনন্দন প্রিয় দল আর্জেন্টিনা। তবে পুরোনো ছন্দে ফেরা চাই, আজ ছন্দ কেটে কেটে যাচ্ছিল। সেমিফাইনালে আরো নির্ভাবনায় জিততে চাই।’

ক্লোজআপ ওয়ান তারকা পুতুলকে গানের জগতে বেশ পরিচিত। ক্লোজআপ ওয়ান তারকা হওয়ার আগে পুতুল ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় দেশাত্মবোধক গানে তার শাখায় প্রথম স্থান অধিকার করেন। ২০০৫ সালে রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার প্রথম অডিশনেই বাদ পড়ছিলেন তিনি। অডিশনের বিচারক ফাহমিদা নবীকে গান গেয়ে সন্তুষ্ট করতে না পারায় তিনি পুতুলকে বাদ দিয়ে দেন। মন খারাপ করে বাবার হাত ধরে পুতুল যখন রিকশায় উঠতে যাবেন, তখনই তাকে পেছন থেকে ডাকেন একজন। জানান, বিচারক ফাহমিদা নবী তাকে ডেকে পাঠিয়েছেন। ফাহমিদা নবী তাকে অন্য বিচারক প্যানেলে গান গাওয়ার জন্য পাঠান। সেই পরীক্ষায় সফল হয়ে পরবর্তী ধাপে উত্তীর্ণ হন পুতুল।

বর্তমানে নিজের মতো করে গান করছেন পুতুল। সেসব গান পাওয়া যাবে তার নিজের ইউটিউব চ্যানেলে। একটি অনলাইন প্লাটফর্মের জন্য ‘পুতুলঘরে আত্মকথন’ নামে একটি অনুষ্ঠান করেন তিনি। ২০২১ সালের ১৪ এপ্রিল করোনার বিধিনিষেধের মধ্যে ঘরোয়া আয়োজনে তিনি বিয়ে করেন সৈয়দ রেজা আলীকে। তিনিও ঢাকায় গান করছেন পুতুলের সঙ্গে। গত ২০ জুন ২০২২ কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন তারা।

সর্বশেষ - আইন-আদালত