২০২৩ সালে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করেন শ্রমিকরা। এ সময় ভাঙচুর ও লুটপাটের অভিযোগে অর্ধশতাধিক মামলায় কয়েক হাজার শ্রমিককে আসামি করা হয়। এসব মামলা প্রতিশোধমূলক উল্লেখ করে বাতিলের দাবি জানিয়েছেন সম্মিলিত গার্মেস্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার।
শুক্রবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে এ দাবি জানান তিনি। পাশাপাশি এসব মামলায় জেলে থাকা শ্রমিকদের মুক্তির দাবিও জানিয়েছেন এই নেত্রী।
নাজমা আক্তার বলেন, গার্মেন্টস শ্রমিকরা ছাত্রদের মতো তরুণ, তারাও মামলার আসামি হয়েছে। এসব মামলার জন্য তারা নিজের এলাকায় থাকতে পারেন না। তাদের চাকরি হচ্ছে না।
শ্রমিকরা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মামলা চালাতে ও জামিন নিতে তারা তাদের গরু, জমি, ভিটে বাড়ি বিক্রি করছেন।