ইউরো চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসর মাতানো স্পেনের তরুণ তুর্কি লামিন ইয়ামালের বাবাকে ছুরিকাঘাত করেছে দুবৃত্তরা। বার্সেলোনার নিকটবর্তী একটি পার্কে এ ঘটনা ঘটেছে। হামলার শিকার ইয়ামালের বাবা মনির নাসরোই আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। স্প্যানিশ বেশ কয়েকটি গণমাধ্যমে এই সংবাদ প্রকাশিত হয়েছে।
স্প্যানিশ নিউজ এজেন্সি ইএফই বলেছে, মনির নাসরোইকে মাতারো শহরের রোকাফোন্ডা এলাকায় বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করা হয়। শহরটি থেকে বার্সেলোনার দূরত্ব ৩০ কিলোমিটার। ছুরিকাঘাতে ইয়ামালের বাবা মারাত্মক আহত হলেও এখন তিনি স্থিত অবস্থায় আছেন বলে জানিয়েছে তারা।
ইএফই প্রতিবেদনে বলেছে, হামলাকারীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে বার্সেলোনা পুলিশ। এরইমধ্যে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।