বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল বলেছেন, ১৫ আগস্টে কাউকে নাশকতা করার সুযোগ দেওয়া হবে না। আওয়ামী সরকারের বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতার বিপ্লব ছিল গণতন্ত্র মুক্তির আন্দোলন।
মঙ্গলবার (১৪ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি হলো হত্যা, লুটপাট আর মিথ্যাচারের রাজনীতি। কোটা আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার উপর গুলি চালানো হয়েছে। এ খুনিদের বিচারের মাধ্যমে এমন নজির স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এরকম দুঃসাহস না দেখায়। দেশের সব গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করেছে শেখ হাসিনা। আওয়ামী নেতারা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার আর গুজব রটাচ্ছে। তারা সাম্প্রদায়িক ইস্যু সৃষ্টির গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশি বিদেশি সব ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি’র নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছে।
অবস্থান কর্মসূচি শেষে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপির কার্যালয় উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ। হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান ও হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলমের যৌথ সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব জাকের হোসেন।
এতে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল শুক্কুর কাউন্সিলর, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকবর আলী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম জনি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. তকিবুল হাসান চৌধুরী তকি, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব ইলিয়াস চৌধুরী, মো. ওসমান গনি, মো. আবুল হাশেম চৌধুরী, মো. ইসমাইল হোসেন, আলহাজ্ব রহমতুল্লাহ মেম্বার, নুরুল আলম মফিজ, নিজাম উদ্দিন হাকিম, মো. মোজাম্মেল হক, হাটহাজারী পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মন্নান দৌলতসহ প্রমুখ।