শনিবার , ২৩ জুলাই ২০২২ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. Best Reviewed Dating Sites
  2. dating and marrige
  3. Dating Game Rules
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. উপ-সম্পাদকীয়
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দেশগ্রাম

ট্রাকের ধাক্কায় বগুড়া পলিটেকনিকের দুই শিক্ষার্থী নিহত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ২৩, ২০২২ ২:০১ অপরাহ্ণ

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের দক্ষিণ চেলোপাড়া এলাকার খোকন মোহন্তের ছেলে সাগর মোহন্ত (২১) এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরতা এলাকার আলমাছের ছেলে তানভীর হোসেন (২১)।

এ দুর্ঘটনায় সানি নামে আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তারা তিনজনই বগুড়া সরকারি পলিটেকনিকের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তানভীর, সাগর এবং সানি মোটরসাইকেলযোগে দ্বিতীয় বাইপাস ধরে মাটিডালীর দিকে যাচ্ছিল। আর শেরপুরের একটি খালি ট্রাক বেতগাড়ী লিচুতলার দিকে যাচ্ছিল। পথে নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছলে ট্রাকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তানভীর মারা যায়। পরে সানি ও সাগরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে সাগরের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, ঘটনার পরেই ট্রাকচালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করেছে পুলিশ। আর নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

সর্বশেষ - সারাদেশ