বৃহস্পতিবার , ৪ আগস্ট ২০২২ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ক্রয় মূল্যকেই ব্যাংকের বিনিয়োগ ধরতে হবে, প্রজ্ঞাপন জারি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ৪, ২০২২ ১২:৫৯ অপরাহ্ণ

শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা গণনায় বাজার দামের পরিবর্তে কস্ট প্রাইসকে (ক্রয় মূল্য) বিবেচনায় নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আব্দুল মান্নানের সই করা প্রজ্ঞাপন জারি করে অফ-সাইট সুপারভিশন ডিপার্টমেন্ট।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি অন্য কোম্পানির শেয়ার ধারণের বিষয়ে শেয়ারবাজারে বিনিয়োগের ঊর্ধ্বসীমা (এক্সপোজার লিমিট) নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের ক্রয় মূল্যকেই ‘বাজারমূল্য’ হিসেবে বিবেচনা করতে হবে।

শেয়ারের ধারণের মূল্য নির্ধারণ করা হয় বাজারমূল্যের ভিত্তিতে। ব্যাংক তার বিনিয়োগসীমার মধ্যে থেকে শেয়ার কিনলেও তার দাম বেড়ে গেলে বাজারমূল্যের ভিত্তিকে বিনিয়োগ গণনার কারণে বিনিয়োগসীমা অতিক্রম করে যাচ্ছে। ফলে দাম বাড়লেই ব্যাংকগুলো তাদের হাতে থাকা শেয়ার বিক্রির চাপ বাড়ায়। এতে শেয়ারবাজারে বিক্রির চাপ বেড়ে দরপতন হয়।

এ কারণে শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে ব্যাংকের বিনিয়োগ সীমা গণনায় বাজার দামের পরিবর্তে ক্রয় মূল্যকে বিবেচনায় নেওয়ার দাবি জানানো হচ্ছিল। কিন্তু এ দাবিতে সাড়া দেয়নি বাংলাদেশ ব্যাংক। তবে নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার যোগদানের পর এ বিষয়ে উদ্যোগ নেন। গত ১৮ জুলাই বিনিয়োগ সীমা গণনায় বাজার দরের পরিবর্তে ক্রয় মূল্যকে বিবেচনায় নেওয়ার বিষয়ে মতামত চেয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক।

চিঠির প্রেক্ষিতে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়। গত মঙ্গলবার এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, শেয়ারবাজারে বিনিয়োগে ব্যাংকের বিনিয়োগ সীমা নির্ধারণে ক্রয় মূল্যকে বাজার মূল্য হিসেবে বিবেচনা করা যেতে পারে।

 

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আরও ৬৮ করোনা রোগী শনাক্ত, ৬৩ জনই ঢাকার

জিয়া বঙ্গবন্ধু হত্যাকারীদের পুরস্কৃত করেছিলেন: আমু

সংসদে প্রধানমন্ত্রী একাত্তরে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির চেষ্টা চালিয়ে যাচ্ছি

নেইমারবিহীন আল হিলাল প্রতিপক্ষকে উড়িয়ে দিলো ৭ গোলে

ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ রক্তক্ষরণ ও হার্ট অ্যাটাকের পর ল্যাবএইডে নেওয়া হয় আঁখিকে

ভল্ট থেকে ৫৫ কেজি সোনা চুরি: প্রযুক্তি ব্যবহারে তদন্তে পুলিশ

যশোরে ডোবা থেকে চা বিক্রেতার মরদেহ উদ্ধার

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গেও পেঁয়াজের দাম চড়া

প্রশ্নপত্রে এমন ভুল বিস্ময়কর ব্যাপার: সিরাজুল ইসলাম চৌধুরী

দূত-পাতাল বিলে খাল খননে প্রাণ ফিরেছে ৩০০ বিঘা পতিত জমির