জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সহযাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইলে জেলা মহিলা আওয়ামী লীগের আনন্দর্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় শহরের শহিদ মিনারে এ র্যালির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য খন্দকার মমতা হেনা লাভলী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা বাছিত, সাধারণ সম্পাদক ফেরদৌসি আক্তার রুনু প্রমুখ।
পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপির নেতৃত্বে আনন্দর্যালি বের হয়।র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গমাতার প্রতিকৃতিত্বে জেলা আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধাঞ্জলি জানান সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম এমপির নেতৃত্বে সহ-সভাপতি ছানোয়ার হোসেন এমপি, শামসুল হক, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, জামিলুর রহমান মিরন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান।
এর পর জেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি জানান।