যশোরের অভয়নগরে মৎস্য ঘের থেকে নাইমা (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ আগস্ট) গভীর রাতে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের কামালের মৎস্য ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাইমা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। সে বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামিম হাসান জানান, বিকেলে বাড়ি থেকে বের হয় নাইমা। এরপর থেকে সে নিখোঁজ। রাতে ১১টার দিকে এলাকাবাসী জনৈক শফি কামালের মৎস্য ঘেরে কচুরিপানা দিয়ে ঢাকা নাইমার মরদেহ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।