মঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

নাগরপুরে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ২৩, ২০২২ ১২:২৭ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়নে ভালকুটিয়া গ্রামে নোয়াইনদী শাখা খালের উপর বেইলি ব্রিজ ভেঙে গেছে। মঙ্গলবার সকালে সরিষা ভর্তি ট্রাক পারাপারের সময় ব্রিজের পাটাতন ভেঙে ব্রিজে আটকে যায়। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সকল যান চলাচল। স্থবির হয়ে পড়েছে দুই পারের ব্যবসায়ীদের ব্যবসা।

জানা যায়, ২০১৩ সালে ধলেশ্বরী সেতু চালু হওয়ার পর থেকে এই সড়ক ব্যবহার বেড়ে যায় কয়েকগুণ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মালবাহী ট্রাক, যাত্রীবাহী বাস এই সড়ক ব্যবহার করে টাঙ্গাইল, জামালপুর ও শেরপুরসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন গন্তব্যে চলাচল করে থাকে।

অপরদিকে প্রতিদিন কয়েকশ সিএনজিচালিত অটোরিকশাসহ ক্ষুদ্র যানবাহনগুলো টাঙ্গাইল-আরিচা-পাটুরিয়া এলাকায় চলাচল করছে। এতে গুরুত্বপূর্ণ সড়কের বেইলি সেতুর অবস্থা নাজুক হওয়ায় প্রতিদিনই বিপুল সংখ্যক যানবাহন ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। সেতুটিতে স্টিলের পাটাতন ক্ষয়ে গেছে। ফলে মোটরসাইকেলসহ হালকা যানবাহন প্রায়ই চাকা পিছলে দুর্ঘটনার শিকার হয়। ভারী যানবাহন উঠলে রীতিমতো কেঁপে ওঠে পুরো সেতু। এছাড়া ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধ হলেও তা উপেক্ষা করে প্রতিদিন কয়েকশ ভারী যান চলাচল করছে। এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এ বছর কয়েকবার মেরামত করা হয়েছে। কিন্তু কাজের মান ভালো না হওয়ায় কয়কদিন পড়ই এই বেইলি ব্রিজে দুর্ঘটনা ঘটে। তবে এই মুহূর্তে ব্রিজটি ভালো করে সংস্কার না করলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। মানুষ উপায় না পেয়ে ব্রিজটি দিয়ে চলাচল করে। এই অঞ্চলের লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এই ব্রিজ।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান বলেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে মেরামতের বিষয়টি নিশ্চিত হয়েছি। সাময়িকভাবে মানুষ চলাচলের উপযোগী করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ওডিশায় দুর্ঘটনা: করমন্ডল ট্রেনের সেই চালক কোথায়

ইসরায়েলি হামলায় গাজায় ৪ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত

বিদায়ী বিচারপতি নূরুজ্জামান ন্যায়বিচার নিশ্চিত হলে গণতন্ত্রের চর্চা ও প্রতিষ্ঠা সম্ভব

বাকরুদ্ধ মিজানের প্রশ্ন আমরা তো রাজনীতি করি না, স্ত্রী-সন্তানকে কেন পুড়িয়ে মারা হলো?

বিএসএমএমইউ পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের সঙ্গে বসছেন উপাচার্য

শুরুতে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, লেনদেনে ধীরগতি

ভারতে ২৩ প্রজাতির কুকুরের প্রজনন-বিক্রি বন্ধের নির্দেশ

সুদানে ক্ষমতা দখলে দুই জেনারেলের লড়াই

পৃথিবীর সবাই স্বার্থপর: জাহারা মিতু

মার্কিন কুটনীতিক পরিষ্কার বার্তা দিয়েছেন : আমীর খসরু