ইউক্রেনের একটি রেলস্টেশনে বুধবার রাশিয়ার রকেট হামলায় ২২ জন নিহত হয়েছে । ইউক্রেনে মস্কোর হামলা শুরু হওয়ার ছয় মাস পূর্ণ হওয়ার দিন এ ঘটনা ঘটে।
ইউক্রেন কর্তৃপক্ষ বলেছে, পূর্বাঞ্চলীয় শহর চাপলাইনে এ রকেট হামলা হয়। ঘটনার শিকার পাঁচজন একটি গাড়িতে পুড়ে মারা গেছে।
এ হামলায় ১১ বছর বয়সী একটি ছেলেও নিহত হয়।রুশ হামলায় প্রায় ৫০ জন আহত হয়েছে বলেও জানানো হয়েছে। প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক চলার সময় এ হামলার সংবাদ জানান।
রাশিয়া ঘটনা সম্পর্কে বৃহস্পতিবার ভোর পর্যন্ত কোনো মন্তব্য করেনি। দেশটি বারবার বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে।
জেলেনস্কি বলেছেন, তিনি নিরাপত্তা পরিষদে কথা বলার প্রস্তুতি নেওয়ার সময় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের চাপলাইনে হামলার কথা জানতে পারেন। তিনি ব্যঙ্গ করে যোগ করেন, ‘রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য এভাবেই প্রস্তুতি নিয়েছিল। ’
গত এপ্রিলে ইউক্রেনের অন্য একটি রেলস্টেশনে রুশ হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
ইউক্রেন বুধবার তার স্বাধীনতা দিবস উদযাপন করে। জেলেনস্কি আগেই বলেছিলেন, রাশিয়া উদযাপন ব্যাহত করার জন্য ‘ভয়ানক’ কিছু করতে পারে।
সূত্র : বিবিসি।