চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রীকে লাঞ্ছিতের অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্যকে আটক করেছে র্যাব। ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শুক্রবার (২৬ আগস্ট) সকালে র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য জানান।
তবে তাৎক্ষনিকভাবে আটকদের নাম বলেন তিনি। সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত জানানো হবে বলে নিশ্চিত করেছেন র্যাবের এই কর্মকর্তা।
তিনি বলেন, টিকিট থাকার পরও ট্রেনের কামরায় উঠার সময় অনৈতিকভাবে অতিরিক্ত টাকা দাবি করেন আরএনবি’র এক সদস্য। এর প্রতিবাদ করায় চট্টগ্রাম রেলস্টেশনে একটি বাহিনীর এক সদস্য ও সাংবাদিককে লাঞ্ছিত করেন আটকরা।
এর আগে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় আরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবির কমান্ডেন্ট রেজওয়ানুর রহমান।
সাময়িক বরখাস্ত হওয়া আরএনবি সদস্যরা হলেন হাবিলদার মো. রবিউল ইসলাম, সিপাহি মাইন হাসান রাকিব, লিটন চাকমা ও ইয়াসির আরাফাত।