এসময় তিনি অভিযোগ করেন ভোলা-২ আসনের সরকার দলীয় সাংসদদের নির্দেশে প্রশাসন বিএনপিকে সমাবেশ করতে দেয়নি। যুগীরঘোল এলাকায় ম্যাজিস্ট্রেটসহ পুলিশ তাকে আইন শৃঙ্খলা নষ্ট হওয়ার অযুহাত দেখিয়ে যেতে দেয়নি।
এসময় তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে জনগণ অতিষ্ঠ। জনগণ এখন তাদের পক্ষে নেই। বিএনপির জনপ্রিয়তা দেখে তারা ভয় পাচ্ছে। এজন্য শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে। তবে বিএনপি এতে থেমে থাকবে না। আগামী কাল সোমবার দৌলতখান উপজেলায় বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।আজ রবিবার দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বোরহানউদ্দিন উপজেলায় বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সংবাদ সম্মেলনে হাফিজ ইব্রাহীম আরও অভিযোগ করেন, বোরহানউদ্দিনে সমাবেশ করার আগেই গতকাল শনিবার সরকার দলের ক্যাডার বাহিনী বোরহানউদ্দিনের বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে ৮ থেকে ১০ জনকে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এদের অনেকে হাসপাতালে আছে। অনেকে ভয়ে হাসপাতালেও যেতে পারেনি।
হাফিজ ইব্রাহীম আরও জানান, প্রশাসনের প্রতি সম্মান দেখিয়ে সংঘাত এড়ানোর জন্যই তিনি বোরহানউদ্দিন সমাবেশ করতে যাননি। তবে আগামীকাল সোমবার দৌলতখান উপজেলায় বিএনপির প্রতিবাদ সমাবেশ হবে বলে জানিয়েছেন হাফিজ ইব্রাহীম।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলেল উদ্দিন, ভোলা পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আকনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।