জার্মান চ্যান্সেলর ওলফ শলৎসের সঙ্গে রোববার বৈঠকে বসেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শেমহাল।
জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ওই বৈঠকে ইউরোপের এ দেশটির কাছ থেকে আরও অস্ত্রসাহায্য চেয়েছে ইউক্রেন। খবর ডয়েচে ভেলির।
ইউক্রেনের প্রধানমন্ত্রীর আহ্বানের সাড়া দিয়ে জার্মানি দেশটিকে সামরিক, রাজনৈতিক সাহায্য দিতে সম্মত হয়েছে।
যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তা এ প্রথম জার্মানি গেলেন।
শলৎসের কাছে আরও যুদ্ধাস্ত্রের আর্জি জানিয়েছেন ডেনিস। শলৎস অস্ত্র দেওয়ার আশ্বাস দিয়েছেন।
ডেনিস জানিয়েছেন, গত কয়েক মাসে বার্লিন কিয়েভকে গুরুত্বপূর্ণ সমরাস্ত্র দিয়ে সাহায্য করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাউৎজার ২০০০ এবং রকেট লঞ্চার।
এই অস্ত্র অত্যন্ত কাজে লেগেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি জানিয়েছেন, এসব অস্ত্রের পাশাপাশি জার্মানির কাছ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম নিতে চায় ইউক্রেন।
বৈঠকের পর টুইট করে ডেনিস জানিয়েছেন, শলৎসের সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হয়েছে। জার্মানি ইউক্রেনকে আরও সাহায্য দেওয়ার কথা বলেছে। সামরিক দিক থেকে সব সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।