আজ রবিবার বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস, বাংলাদেশের (এবিবি) এক বৈঠকে এ হার নির্ধারণ করা হয়।
আমদানির এলসি খোলার ক্ষেত্রে রেমিটেন্স ও রপ্তানির বিনিময় হারের গড় করে বিনিময় হার নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। তবে, এ হার কয়েকদিনের মধ্যে পরিবর্তন হতে পারে বলে উল্লেখ করেছে সংস্থা দুটি।এ বিষয়ে বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেন, এই বিনিময় হার সোমবার থেকে কার্যকর হবে এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি অনুযায়ী সময়ে সময়ে পরিবর্তন আনা হতে পারে।