পুলিশের মুখপাত্র বাহাদুর কারকি বলেন, উদ্ধারকারীরা আছাম জেলায় মাটির নিচে চাপা পাঁচটি বাড়ির ধ্বংসাবশেষ থেকে হতাহতদের বের করে আনেন। রাজধানী কাঠমান্ডু থেকে ৪৫০ কিলোমিটার পশ্চিমে এ জেলার অবস্থান।
স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, আটকে পড়াদের বের করে আনার মরিয়া প্রচেষ্টার অংশ হিসেবে উদ্ধারকারীরা হাত দিয়ে কাদা সরাচ্ছেন। আহত ব্যক্তিদের দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
নেপালের পাহাড়ি অঞ্চলে প্রায়ই আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর নাগাদ বর্ষা মৌসুমে এ ধরনের ঘটনা বেশি ঘটে থাকে।
সরকারি হিসাব অনুযায়ী, দেশজুড়ে আকস্মিক বন্যা ও ভূমিধসে চলতি বছর এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১২ জন।