বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০২২ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

৩-১৩ অক্টোবর বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করবে বিএসইসি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২২ ১২:২১ অপরাহ্ণ

অন্যান্যবারের মতো চলতি বছরেও ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ পালন করবে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ৩ থেকে ১৩ অক্টোবর বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করা হবে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ৩ অক্টোবর বিএসইসির মাল্টিপারপাস হলে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ।

এরপর ৬ অক্টোবর এএএমসিএমএফ’র আয়োজনে আগারগাঁওয়ের পর্যটন ভবনের শৈলপ্রপাত কনফারেন্স হলে ‘রোল অব টেকনোলজি অ্যান্ড ইএসজি অ্যানালাইটিকস ইন সাসটেইনেবল ফাইন্যান্সিং’ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। একই দিন ভার্চুয়ালি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আয়োজনে ‘সাসটেইনেবল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টর রিসাইল্যান্স’ অনুষ্ঠিত হবে।

এরপর ১০ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং ডিবিএ’র আয়োজনে ‘ইউজ অব ফাইটেক ফর ইনভেস্টর রিসাইলেন্স’ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। ‘ভেনচার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এর আয়োজনে ১১ অক্টোবর ‘বিল্ডিং অ্যা ভাইব্রেন্ট স্ট্যাটআপ ইকোসিস্টেম’ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

একই দিন বিএএসএম ও বিআইসিএম’র আয়োজনে ভার্চুয়ালি ‘ফাইন্যান্সিয়াল এডুকেশন অ্যান্ড ইনভেস্টরস রিসাইলেন্স অব সাসটেইনেবল ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট’ অনুষ্ঠিত হবে। এছাড়া বিএমবিএ’র আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেসে স্ট্যাডিজ অনুষদে সেমিনার ফর দ্যা স্টুডেন্টস অব দ্য ফ্যাকাল্টি অব বিজনেস স্ট্যাডিজ, ইউনিভার্সিটি অব ঢাকা অন দ্য অকেশন অব ওয়ার্ল্ড ইনভেস্টর উইক-২০২২ অনুষ্ঠিত হবে।

এসিআরএবি’র আয়োজনে ১২ অক্টোবর ভার্চুয়ালি ‘এনভায়রনমেন্ট স্যোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স (ইএসজি) ইন ক্রেডিট রেটিং’ অনুষ্ঠিত হবে। একই দিন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিস (বিএপিএলসি) আয়োজিত ভার্চুয়ালি ‘ইনভেস্টর রিসাইলেন্স: চ্যালেঞ্জস অ্যান্ড অপরচ্যুনিটিস’ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিশেষ অতিথি থাকবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এববিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন এবং এমসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম।

এছাড়াও ১৩ অক্টোবর শেষ দিন সিডিবিএল অ্যান্ড সিসিবিএল’র আয়োজনে লা মেরিডিয়ান হোটেলের জাফলং রাঙামাটি হলরুমে ‘সাসটেইনেবল ফাইন্যান্স’ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কোনোদিন ভাবতে পারিনি এতগুলো তাজা প্রাণ যাবে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক অ্যামি অ্যাওয়ার্ডস পেলেন বীর দাস

সরকারের শেষ রক্ষা হবে না: ড. মোশাররফ

বঙ্গবন্ধুর সমাধিতে ইইডির প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

‘ভায়েরা আমার’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

দর হাঁকালেন ৫০০ কোটি পাউন্ড! ম্যান ইউ কিনতে চান কাতারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে

আধাঘণ্টায় ৫৫ কোটি টাকার লেনদেন, সূচকে অস্থিরতা

নতুন বাজেট কার্যকর আজ থেকে

গাজায় যুদ্ধবিরতির দাবিতে নিউইয়র্কে ইহুদি সংগঠনের বিক্ষোভ, আটক কয়েক শ

বরিশালে খেলাঘরের শিশু সমাবেশে মেয়র ‘আজকের শিশুরাই বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করবে’