আরও হামলা আসছে: ইউক্রেনকে হুমকি রুশ নেতাদের
হামলার পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে জরুরি ভিত্তিতে টেলিফোনে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। এ নিয়ে ফরাসি প্রেসিডেন্টের বাসভবন থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের প্রতি আবারও সমর্থন জানিয়েছেন মাখোঁ। একই সঙ্গে আজকের হামলায় হতাহতের ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন তিনি।
জেলেনস্কির সঙ্গে আলাপ করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজও। আলাপে তিনি কিয়েভের প্রতি বার্লিন ও শিল্পোন্নত দেশগুলোর জোট জি–৭–এর সমর্থনের বিষয়টি নিশ্চিত করেন। অপর দিকে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জিগনিয়েভ রাউ বলেছেন, ‘এই ক্ষেপণাস্ত্র হামলা বর্বরতা ও যুদ্ধাপরাধ। রাশিয়া এই যুদ্ধে জয় পাবে না। ইউক্রেন, আমরা তোমাদের পাশে আছি।’
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলির মতে, বেসামরিক নেতাদের ওপর রাশিয়ার হামলা ‘গ্রহণযোগ্য নয়’। এর মধ্য দিয়ে পুতিনের শক্তি নয়, বরং দুর্বলতাই প্রকাশ পেয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা ঘিরে সোচ্চার হয়েছে মলদোভাও। দেশটির দাবি, ইউক্রেনে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায়ও প্রবেশ করে। এ ঘটনার ব্যাখ্যা চেয়ে দেশটিতে রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে।
ইউক্রেনে জার্মান কনস্যুলেটের ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনে হামলা শুরুর পর থেকে এখনো রাশিয়ার বিরোধিতা করেনি চীন। রুশ অভিযানের সরাসরি সমর্থনও অবশ্য জানায়নি। ইউক্রেন যুদ্ধের মধ্যেই মস্কো–বেইজিংয়ের বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত হয়েছে। আজকের হামলার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, শিগগিরই ইউক্রেনে সহিংসতা কমবে—এমনটি আশা করছে বেইজিং।
এদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান ইয়ানেস স্টলটেনবার্গ বলেছেন, তিনি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে কথা বলেছেন। এ সময় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘ক্রেমলিনের আগ্রাসনের বিরুদ্ধে লড়তে ইউক্রেনের সাহসী মানুষকে যত দিন দরকার হয় সমর্থন দিয়ে যাবে ন্যাটো।’