বৃহস্পতিবার , ১৩ অক্টোবর ২০২২ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সহজ ক্যাচ ড্রপ লাগামহীন বোলিংয়ে ‘খলনায়ক’ সাইফউদ্দিন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ১৩, ২০২২ ৬:২৩ পূর্বাহ্ণ

পুরো ত্রিদেশীয় সিরিজে আজই সবচেয়ে ভালো খেলেছে বাংলাদেশ। ব্যাটিংটা মোটামুটি মানোত্তীর্ণ ছিল। মোহাম্মদ সাইফউদ্দিনকে বাদ দিলে বোলিংও ছিল দারুণ নিয়ন্ত্রিত। ফলে পাকিস্তানকে হারিয়ে দেওয়ার খুব কাছে চলে এসেছিল টাইগাররা।

কিন্তু শেষ রক্ষা হয়নি। ক্রাইস্টচার্চে দারুণ লড়াইয়ের পরও পাকিস্তানের কাছে শেষ ওভারে হেরে গেছে সাকিব আল হাসানের দল। পাকিস্তান জিতেছে ৭ উইকেট আর ১ বল হাতে রেখে।

অথচ ফলটা অন্যরকম হতে পারতো। যদি বাংলাদেশ ছোট ছোট ভুল না করতো। আলাদা করে বলতে হয় মোহাম্মদ সাইফউদ্দিনের কথা। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ড্রপ, লাগামহীন বোলিং-সবমিলিয়ে বাংলাদেশের হারে ‘খলনায়ক’ এই অলরাউন্ডার।

বাংলাদেশের পুঁজি ছিল ১৭৩ রানের। দারুণ ব্যাটিংয়ে জোড়া ফিফটি হাঁকান লিটন দাস আর সাকিব আল হাসান। তারা যেভাবে ব্যাট করছিলেন, তাতে স্কোরটা ১৯০ এর আশেপাশে থাকার সম্ভাবনা ছিল।

কিন্তু দুই সেট ব্যাটার আউট হওয়ার পর সেটা হয়নি। এমনকি গুরুত্বপূর্ণ শেষ ওভারে উইকেট হাতে রেখেও মাত্র ৩ রান তুলতে পারে টাইগাররা।

ব্যাটিংয়ের সেই আফসোস প্রায় ভুলিয়ে দিচ্ছিলেন বোলাররা। পাকিস্তান রান তাড়ায় নেমে প্রথম ১০ ওভারে উইকেট না হারালেও ছিল ভীষণ অস্বস্তিতে। তাসকিন-শরিফুল-হাসান মাহমুদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ১০ ওভারে তাদের দরকার পড়ে ১০১ রান। বেশ কঠিনই ছিল।

এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে রানের চাপে ক্যাচ তুলে দিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। কিন্তু ফাইন লেগে একদম সহজ ক্যাচ ফেলে দেন সাইফউদ্দিন। সেখানেই শেষ হলে কথা ছিল।

পরের ওভারে বল হাতে নিয়ে বলতে গেলে ম্যাচটা পাকিস্তানের হাতে তুলে দেন এই অলরাউন্ডার। ওভারে একটি ‘নো’সহ ১৯ রান খরচা করেন সাইফউদ্দিন। পাকিস্তান বাঁচে হাঁফ ছেড়ে।

এই সাইফউদ্দিন ম্যাচে ৩.৫ ওভার বল করে খরচ করেছেন ৫৩ রান। উইকেট পাননি একটিও। যার ক্যাচ ছেড়েছেন, সেই রিজওয়ান ৫৬ বলে ৪ বাউন্ডারিতে ৬৯ রানের ইনিংস খেলে ম্যাচ বের করে নিয়েছেন। এমন পারফরম্যান্সের পর বিশ্বকাপ দলে কি থাকবেন সাইফউদ্দিন?

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা সার্বভৌমত্বের জন্য হুমকি: এবি পার্টি

Ship Order Wedding brides Sites

Ship Order Wedding brides Sites

তারা শক্তিশালী হলে অনেক কিছুই হতে পারত: প্রধানমন্ত্রী

দিস ভায়োলেন্স মাস্ট স্টপ, রাষ্ট্রপতিকে পার্থ

বিবিসি বাংলার প্রতিবেদন পিটার হাসের ‘গা ঢাকা’ ইস্যুতে যা বললেন পিনাক রঞ্জন চক্রবর্তী

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম ও পায়রা বন্দরে ৭ নম্বর সতর্কসংকেত

নারীর ছবি, ভিডিও গোপনে ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

বিএসএমএমইউ ২৯ খাতে অনিয়ম, লোপাট আড়াইশো কোটি টাকা!

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণে শিশুদের গড়ে তুলতে কাজ করছে সরকার