রাজধানীর রূপনগরে ইস্টার্ন হাউজিং এলাকায় বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালাচ্ছে র্যাব-১০। অভিযানে মালিক ও কারিগরসহ তিনজনকে আটক করেছে র্যাব।
রোববার (৩০ অক্টোবর) রাতে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযান শেষে রাত ১১টায় সেখানে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।