শনিবার , ৫ নভেম্বর ২০২২ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

এলডিপি মহাসচিবের বাড়িতে হামলা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৫, ২০২২ ৮:০৮ পূর্বাহ্ণ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের গ্রামের বাড়িতে হামলা-ভাংচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ২ টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জের পূর্ব করপাড়া গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা এ হামলা চালায়।

হামলায় জানালার কয়েকটি গ্লাস ভেঙ্গে যায়। তবে কারা, কী কারণে এ হামলা করেছে তা নিশ্চিতভাবে জানাতে পারেননি সেলিম।

শাহাদাত হোসেন সেলিম বলেন, হঠাৎ কে বা কারা আমার বাড়িতে হামলা করেছে। বাসায় কেউ ছিল না। হামলাকালে ৮-১০টি ককটেল বিস্ফোরণ হয়। এতে নিয়ে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি প্রশাসনকে জানাব।

এ বিষয়ে রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, এ ধরনের ঘটনা কেউ আমাদের জানায়নি। তবে খোঁজ নেওয়া হবে।

প্রসঙ্গত, শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বাধীন জোট এলডিপির একাংশের মহাসচিব। এর আগে তিনি অলি আহমেদের নেতৃত্বাধীন অবিভক্ত এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত