সাম্প্রতিক কয়েকটি বড় সামরিক বিজয়ের পরও কিয়েভকে মস্কোর সঙ্গে আলোচনায় বসানোর পশ্চিমা প্রচেষ্টাকে ‘অদ্ভুত’ আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের এক উপদেষ্টা। আলোচনা ‘আত্মসমর্পণের’ সমতূল্য হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেন, ‘যখন যুদ্ধক্ষেত্রে আপনার প্রচেষ্টা বহাল থাকে, তখন এমন প্রস্তাব পাওয়া কিছুটা উদ্ভট। যেমন, আমাদের বলা হচ্ছে, সামরিক উপায়ে সবকিছু করা সম্ভব হয় না, আপনাদের যেভাবেই হোক আলোচনায় বসতে হবে।
কিয়েভের প্রেসিডেন্ট কার্যালয়ে দেওয়া সাক্ষাত্কারে জেলেনস্কির উপদেষ্টা আরো বলেন, ‘এমন বক্তব্যের অর্থ হলো, যারা নিজের অঞ্চল পুনরুদ্ধার করছে, তাকে এখন প্রতিপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে। ’
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সম্প্রতি জানিয়েছে, কয়েকজন জ্যেষ্ঠ পশ্চিমা কর্মকর্তা ইউক্রেনকে আলোচনার বিষয়টি বিবেচনা করার জন্য উত্সাহিত করেছেন। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সব দখলীকৃত ভূখণ্ড থেকে রুশ বাহিনী প্রত্যাহার করা না হলে কোনো আলোচনা নয়।
জেলেনস্কির উপদেষ্টা পোদোলিয়াক আরো বলেন, ‘মস্কো কিয়েভকে শান্তি আলোচনার জন্য কোনো প্রত্যক্ষ প্রস্তাব দেয়নি। তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাব দিতে পছন্দ করে। ’
কিয়েভ এই ধরনের প্রস্তাবকে ক্রেমলিনের কৌশল হিসেবে দেখছে। এর মাধ্যমে মস্কোর বাহিনী বিশ্রামের সুযোগ নেয় এবং নতুন আক্রমণ কৌশল প্রস্তুত করে বলে মন্তব্য করেন পোদোলিয়াক।
জেলেনস্কির উপদেষ্টা সতর্ক করে বলেন, ‘রাশিয়া আসলে শান্তি চায় না। অন্যদের মাধ্যমে দেওয়া কিছু প্রস্তাব দিয়ে তারা নিজের সেনাবাহিনীকে আরো সংঘবদ্ধ করবে এবং আরো অস্ত্র যোগ করবে’।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার কোনো অর্থ নেই বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা।
পোদোলিয়াক আরো বলেন, ‘আসন্ন শীতে তীব্র কষ্ট সহ্য করতে হলেও যুদ্ধে বিরতি দেওয়ার সুযোগ নেই। সামান্য বিরতিও ইউক্রেনের ক্ষতির মাত্রা বাড়াবে। ’ সূত্র: এএফপি।