বুধবার , ১৪ ডিসেম্বর ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

গ্যাসের মূল্যসীমা নির্ধারণ করতে পারেনি ইইউ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২২ ৩:৪৪ অপরাহ্ণ

প্রাকৃতিক গ্যাসের নির্দিষ্ট একটি মূল্য বেঁধে দেওয়া নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মতপার্থক্য দূর করা সম্ভব হয়নি। এ নিয়ে আগামী সোমবার আবার তারা বৈঠকে বসবে। জার্মানি, অস্ট্রিয়া ও নেদারল্যান্ডস এমন নীতির ব্যাপারে সন্দিহান। তবে সংবেদনশীল এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে ফ্রান্সের ভূমিকা হবে মুখ্য।

মঙ্গলবার গ্যাসের সুনির্দিষ্ট মূল্য নির্ধারণ করার প্রস্তাবের ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্রাসেলসে বৈঠকে বসেন জ্বালানি মন্ত্রীরা। কিন্তু বিভক্তির কারণে ইউরোপের জন্য অতিজরুরি বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি তারা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গ্যাসের সংকট ও মূল্যবৃদ্ধি পেলে গ্যাসের দাম বেঁধে দেওয়ার জন্য গত মাসে ইউরোপীয় কমিশন একটি প্রস্তাবনা দেয়। কিন্তু সেটা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দেয়।

মঙ্গলবারের বৈঠকে জ্বালানি সমস্যা দূরীকরণে মন্ত্রীরা দুটি ব্যাপারে একমত হন। সেগুলো হলো, যৌথভাবে গ্যাস কেনার পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের মূল্য চূড়ান্তকরণের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির উদ্যোগ গ্রহণ করা।

চেক শিল্পমন্ত্রী জোজেফ সিকেলা বলেছেন, ‘চুক্তি উদযাপন করার জন্য আজ আমি একটি শ্যাম্পেনের বোতল খোলার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু সেটার জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। ’ চেক প্রজাতন্ত্র বর্তমানে ইইউর প্রেসিডেন্ট এবং তিনি এই বৈঠকে সভাপতিত্ব করেন।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আগামী সোমবার মূল্য নির্ধারণ নিয়ে আলোচনা শুরু করার পর আমাদের লক্ষ্য থাকবে একটি প্যাকেজে তিনটি আইটেম অনুমোদন করা। ’

ইউরোপীয় কমিশন প্রতি মেগাওয়াট ২৭৫ ইউরো মূল্য নির্ধারণের পরামর্শ দিয়েছিল। তবে শুধু যদি দাম কমপক্ষে দুই সপ্তাহের জন্য সেই স্তরের ওপরে থাকে এবং যদি তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম ওই দুই সপ্তাহের মধ্যে ৫৮ ইউরোর ওপরে চলে যায়।

একটি চুক্তিতে পৌঁছনোর জন্য ইইউ মন্ত্রীদের মূল্যসীমা কত বেশি হওয়া উচিত, কী ধরনের চুক্তিতে এটি প্রয়োগ করা উচিত এবং কী ধরনের সুরক্ষা নীতি প্রণয়ন করা উচিত সে বিষয়গুলোতে একমত হতে হবে। এ ছাড়াও অনাহূত পরিস্থিতে ইইউ কর্তৃপক্ষ যেন অবিলম্বে নির্ধারিত গ্যাসের মূল্য স্থগিত করতে পারে তার ব্যবস্থাও থাকতে হবে।

ইইউতে দুর্বল ভারসাম্য

গ্যাসের মূল্য নির্ধারণ নিয়ে ইইউ দেশগুলো একধরনের অস্বস্তির ভেতরে রয়েছে। জার্মানি, নেদারল্যান্ডস, অস্ট্রিয়াসহ কিছু দেশের আশঙ্কা, গ্যাসের মূল্য বেঁধে দিলে যারা বেশি দাম দিয়ে গ্যাস কিনতে পারে সব সরবরাহ তাদের আয়ত্তে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।

বৈঠকের পর জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক বলেছেন, ‘আলোচনায় আমরা এগিয়েছি, কিন্তু এখনো সবকিছু চূড়ান্ত করা যায়নি। ’

অন্যদিকে গ্রিস, বেলজিয়াম, ইতালি, পোল্যান্ডসহ অন্য দেশগুলো একটি নির্দিষ্ট মূল্য বেঁধে দেওয়ার অনুরোধ করছে, যা গ্যাসের উচ্চ দামের মধ্যে তাদের অর্থনীতিকে রক্ষা করবে বলে তারা মনে করে।

বৈঠকের আগে গ্রিসের জ্বালানি মন্ত্রী বলছিলেন, ‘ইউরোপীয় নাগরিকরা কষ্টের মাঝে রয়েছে, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে এবং আমরা অকারণে বিতর্ক করছি। ’

ইতালির ইউরোপ বিষয়ক মন্ত্রী রাফায়েল ফিত্তো বৈঠকে যাওয়ার সময় বলেছিলেন, ‘পরামর্শ করার সময় শেষ হয়ে গেছে। ’

এমন পরিস্থিতিতে ভোটের মাধ্যমে গ্যাসের মূল্য বেঁধে দেওয়ার প্রস্তাব অবরুদ্ধ করা যেতে পারে, তবে ফ্রান্সের ওপর অনেক কিছু নির্ভর করছে। সিকেলা বলেছেন, গ্যাসের মূল্য বেঁধে দেওয়ার বিষয়টা ‘অত্যন্ত সংবেদনশীল’ এবং এটি ইউরোপীয় ইউনিয়নে একটি দুর্বল ভারসাম্য প্রকাশ করেছে।

সূত্র : ডয়চে ভেলে

সর্বশেষ - সারাদেশ