মঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

তথ্যমন্ত্রীর কাজই জিয়া পরিবারের সমালোচনা করা: নজরুল ইসলাম খান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৩ ৩:০৮ অপরাহ্ণ

তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তথ্যমন্ত্রীর কাজই হলো জিয়া পরিবারের সমালোচনা করা। তাই তার কথা বিএনপি কানে নেয় না।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের হলরুমে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। সরকারের পদত্যাগ, সংসদ বাতিলসহ ঘোষিত ১০ দফা দাবি এবং রাষ্ট্রকাঠামো মেরামতে দেওয়া ২৭ দফা প্রস্তাবের বিষয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

মির্জা ফখরুলকে নিয়ে নোংরা রাজনীতি করলে সরকারের ক্ষতি হবে বলে হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীকে আজ জামিন দিয়েছেন আদালত। এরপরও আমরা চিন্তায় আছি আবার অন্য কোনো মামলায় তাকে আটকানো হয় নাকি। যদি সরকার মির্জা ফখরুলকে নিয়ে কোনো ধরনের নোংরা রাজনীতি করে তাহলে এতে সরকারের ক্ষতি হবে।’

এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান দুলু, সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান প্রমুখ।

সর্বশেষ - সারাদেশ