রবিবার , ৮ জানুয়ারি ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

যুদ্ধবিরতি শেষ হতে না হতেই ইউক্রেনে রাশিয়ার হামলা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৩ ১২:০৭ অপরাহ্ণ

রাশিয়ার ৩৬ ঘণ্টার ঘোষিত যুদ্ধবিরতি শেষ হওয়ার পরই রোববার মধ্যরাতে ইউক্রেনে হামলা করেছে রুশ সামরিক বাহিনী। এ হামলায় একজনের প্রাণ গেছে। খবর দ্য গার্ডিয়ানের।

টানা প্রায় ১১ মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ এ সময়ে কোনো যুদ্ধবিরতি হয়নি। এমনকি বড়দিনের উৎসবের সময়েও না। এ পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ আকস্মিকভাবেই গত বৃহস্পতিবার ইউক্রেনে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দেন।

তিনি সেনাদের নির্দেশ দেন, তারা যেন ৬ ও ৭ জানুয়ারি ইউক্রেনে হামলা চালানো থেকে বিরত থাকেন। মূলত রাশিয়া ও ইউক্রেনে বসবাসরত অর্থোডক্স খ্রিস্টান ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে বড়দিন পালন করতে পারেন- সেটি নিশ্চিত করতেই এ যুদ্ধবিরতির ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট।

তবে ইউক্রেন এ যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে। ভ্লাদিমির পুতিনের এ সিদ্ধান্তকে ‘কৌশলগত চক্রান্ত’ বলেও আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সর্বশেষ - সারাদেশ