নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের বড়হট্টি এলাকায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় কিশোরদের পাশাপাশি ঘোড়সওয়ার কিশোরী তাসমিনা আক্তার ও তার ৮ বছরের ছোট বোন হালিমা আক্তার নজর কাড়েন উপস্থিত দর্শকদের। এ উৎসবকে ঘিরে মেতেছিল হাজারো মানুষ।
শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন স্থানীয় সমাজসেবক জিয়াউর রহমান জনি। এতে নওগাঁর বিভিন্ন উপজেলা, বগুড়া, জয়পুরহাটসহ কয়েকটি জেলার ৫০ ঘোড়া অংশ নেয়।
বিকেল ৪টায় খেলা শুরু হয়। তবে নির্ধারিত সময়ের আগেই দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো এলাকা। শিশু কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ এমনকি বৃদ্ধরাও জড়ো হয় খেলা দেখতে।
ঘোড়দৌড়ে অংশ নেওয়া তাসমিনার ছোট বোন হালিমা আক্তার জানায়, এই প্রথম ঘোড়দৌড়ে অংশ নিয়েছি। দ্বিতীয় স্থান অর্জন করেছি। খুব ভালো লাগছে, আগামীতেও খেলতে চাই।
ঘোড়সওয়ারী তাসমিনা আক্তার বলেন, আমার ছোট বোনের খুব ইচ্ছা সেও ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেবে। তাই তাকেও খেলতে নেওয়া হয়েছে।
আয়োজক জিয়াউর রহমান জনি বলেন, এলাকার তরুণ ও যুবকদের নির্মল বিনোদন দিতে আমাদের সংগঠনের পক্ষ থেকে গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঘোড়দৌড় আয়োজন করা হয়। স্থানীয়রা বেশ খুশি। আগামীতেও এ ধরনের আয়োজন করা হবে।
পরে বিজয়ীদের পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব, ঘোষনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক প্রমূখ।
খেলায় প্রথম হন তাসমিনার ঘোড়া, দ্বিতীয় হয়েছে হালিমান খাতুনের ঘোড়া এবং তৃতীয় হয়েছে সামছুর রহমানের ঘোড়া। এছাড়া অংশগ্রহনকারী আরও ১৩ জনকেও বিশেষ পুরুষ্কার দেওয়া হয়।