রবিবার , ১৫ জানুয়ারি ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আখেরি মোনাজাত শেষে দলে দলে বাড়ি ফিরছেন মানুষ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৩ ৭:২২ পূর্বাহ্ণ

বিশ্বশান্তি কামনা করে ইজতেমার আখেরি মোনাজাত সম্পন্ন

আখেরি মোনাজাতে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন। আজ রোববার সকালে টঙ্গী রেলস্টেশন এলাকায়

মোনাজাত শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানুষের ঢল নামে। মুসল্লিদের চলাচলের সুবিধার্থে মোনাজাত শুরুর আগেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ করে দেয় জেলা প্রশাসন। তাই দল বেঁধে মুসল্লিরা একসঙ্গে বাড়ির পথে হাঁটছিলেন। এ সময় অনেকেই ‘আল্লাহু আকবর’ জিকির করছিলেন।

রাজধানীর খিলক্ষেত থেকে মোনাজাতে অংশ নিতে এসেছিলেন আবদুল আওয়াল। বাড়িতে ফেরার পথে বলছিলেন, ‘অনেক দিন পর এবার ইজতেমা অনুষ্ঠিত হলো। সবার সঙ্গে মোনাজাত ধরতে পেরে খুব ভালো লাগছে। আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন, এটাই চাওয়া।’

আখেরি মোনাজাতে অংশ নিতে নারায়ণগঞ্জের ভুলতা থেকে স্ত্রী রেহানা বেগমকে সঙ্গে নিয়ে এসেছেন জসিম উদ্দিন। গতকাল শনিবার রাতে তাঁরা রাজধানীর বিমানবন্দরসংলগ্ন আশকোনা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। তবে আজ সকালে জসিম ও তাঁর স্ত্রী মানুষের ভিড়ে আবদুল্লাহপুর মোড় পার হতে পারেননি। পরে আবদুল্লাহপুর মোড়ে বসেই তাঁরা মোনাজাতে অংশ নেন।

যে অবস্থায় ছিলেন, সেই অবস্থায়ই মোনাজাতে অংশ নেন

যে অবস্থায় ছিলেন, সেই অবস্থায়ই মোনাজাতে অংশ নেন
ছবি: দীপু মালাকার

মোনাজাত শেষে জসিম বলেন, ‘এটাই আমাদের প্রথম ইজতেমা। অনেক ইচ্ছা ছিল সবার সঙ্গে ইজতেমার মোনাজাতে অংশ নেওয়ার। শেষ পর্যন্ত ইচ্ছা পূরণ হলো। এত মানুষের সঙ্গে মোনাজাত করতে পারাটাও ভাগ্যের ব্যাপার। আমরা খুব খুশি।’

মোটরসাইকেল নিয়ে গাজীপুরের কালীগঞ্জ থেকে এসেছিলেন রওনক আহমাদ। তবে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের নতুন বাজার এলাকায় পৌঁছানোর পরই যানজটে আটকা পড়েন তিনি। পরে আর কোনোভাবেই সামনে এগোতে পারছিলেন না। একপর্যায়ে সেখানে মোটরসাইকেল রেখে হেঁটেই রওনা দেন তিনি। ইজতেমা মাঠসংলগ্ন বাটা গেট এলাকায় এসে মোনাজাতে অংশ নেন রওনক। তিনি বলেন, ‘অনেক ইচ্ছা ছিল ইজতেমা মাঠে ঢুকে মোনাজাত ধরার। কিন্তু সামনে এগোনোর উপায় ছিল না। তাই মোটরসাইকেলে তালা দিয়ে চলে আসছি। শেষ পর্যন্ত মোনাজাত ধরতে পেরেছি, এটাই আনন্দ।’

দলে দলে বাড়ি ফিরছেন মুসল্লিরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে

দলে দলে বাড়ি ফিরছেন মুসল্লিরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে
ছবি: আল–আমিন

তাবলিগ জামাতের বিবদমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। শুক্রবার সকালে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব। এই পর্বে অংশ নিয়েছেন জুবায়েরপন্থী মুসল্লিরা। আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো প্রথম পর্বের ইজতেমা। এরপর ২০ থেকে ২৩ জানুয়ারি চলবে দ্বিতীয় পর্বের ইজতেমা। ওই পর্বে অংশ নেবেন সাদ কান্ধলভির অনুসারীরা।

এদিকে মোনাজাতে অংশ নিতে গতকাল শনিবার দুপুরের পর থেকেই টঙ্গীর ইজতেমা মাঠের দিকে আসতে থাকেন সাধারণ মুসল্লিরা। তাঁদের অধিকাংশই রাজধানী ঢাকা ও তার আশপাশের জেলার। দুপুরের পর থেকেই তাঁরা ইজতেমা মাঠের দিকে আসতে থাকেন। এর মধ্যে আজ জায়গা পাবেন না, এমন ভাবনায় রাত থেকেই তাঁরা অবস্থান নেন ইজতেমার মাঠসংলগ্ন সড়ক-মহাসড়কে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত