শনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

শিক্ষাপ্রতিষ্ঠানে গাছ রক্ষায় মাউশির নির্দেশনা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ

দেশের জীববৈচিত্র রক্ষার উদ্দেশ্যে সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চল রক্ষায় গাছ কাটা বন্ধ রাখতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন বিদ্যমান সব সরকারি/বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, মাউশির বিদ্যমান সব সরকারি/বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং নতুন প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত দেশের জীববৈচিত্র রক্ষার উদ্দেশ্যে সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চল রক্ষা সংক্রান্ত প্রজ্ঞাপনের নির্দেশনা পরিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে ১ জানুয়ারি ২০২৩ হতে ২০৩০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত গাছ কাটা বন্ধ রাখতে বলা হয়েছে।

বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানায়, দেশের জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চল হতে গাছ কাটা ২০২৩ সালের ১ জানুয়ারি হতে ২০৩০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ করা হলো। এই সময়ে বনাঞ্চলের কোর-জোন রক্ষার্থে বাফার জোন এলাকায় স্থানীয় দরিদ্র জনগণের সম্পৃক্ততায় পরিচালিত অংশীদারত্ব ভিত্তিক সামাজিক বনায়ন প্রক্রিয়া চলমান থাকবে।

সর্বশেষ - সারাদেশ