বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সব নাগরিককে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার ডাক কর্নেল অলির

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ

দেশের সব নাগরিককে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার ডাক দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ।

তিনি বলেন, ‘আগামী ১১ ফেব্রুয়ারি (শনিবার) ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি রয়েছে। বর্তমান সরকারের পতনের লক্ষ্যে সেই পদযাত্রায় দলমত-জাতি-ধর্ম নির্বিশেষে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণ করতে হবে। এ অবৈধ সরকারের পতনের দায়িত্ব শুধু রাজনৈতিক দলের ওপর ছেড়ে দিলেই হবে না। দেশপ্রেমিক সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় হতে হবে।’

বৃহস্পতিবার এলডিপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

অলি বলেন, ‘যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী শনিবার বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করবে এলডিপি। বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়াসহ বিরোধী দলের সব নেতাকর্মীর মুক্তি এবং ১০ দফা দাবিতে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে শান্তিপূর্ণভাবে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।’

তিনি আরও বলেন, ‘আসুন সবাই মিলে এই নিশিরাতের সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করি। বিজয় কেউ এনে দিবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনতে হবে।’

 

সর্বশেষ - সারাদেশ