শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

রাতের আঁধারে গাছ কাটতে গিয়ে গাছচাপায় এক ব্যক্তি নিহত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৪:০৪ অপরাহ্ণ

রাতের আঁধারে গাছ কাটতে গিয়ে গাছচাপায় নিহত হয়েছেন আওলাদ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি। থানা পুলিশকে না জানিয়েই মরদেহ তড়িঘড়ি দাফন করেছেন স্বজনরা।

এ ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়া ইউনিয়নের পশ্চিম সূত্রাপুর গ্রামে। নিহতের পরিবারে বইছে গভীর শোকের মাতম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা জেলার ধামরাই উপজেলার অন্তর্গত বালিয়া ইউনিয়নের পশ্চিম সূত্রাপুর গ্রামের মো. আওলাদ হোসেন সময়ের অভাবে রাত ৮টার দিকে বড় একটি গাছ কাটতে শুরু করেন। বিধিবাম গাছটির এক-তৃতীয়াংশ কাটা বাকি থাকতেই উল্টে ওই গাছুয়ার উপর পড়ে গেলে গাছচাপা পড়ে তার মৃত্যু হয়।

ঘটনাটি ধামাচাপা দিতে থানা পুলিশকে অবহিত না করেই রাতারাতি মরদেহ দাফন করা হয়।

এ ব্যাপারে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আলামিন হাওলাদার বলেন, কেউ পুলিশকে অবহিত করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ - সারাদেশ