মঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বিস্ফোরণে দগ্ধ, হাসপাতালে সন্তান প্রসব, মা-ছেলে আইসিইউতে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ১৪, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের মাসদাইরে একটি ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি এক নারী ছেলে সন্তান জন্ম দিয়েছেন।

মা ও সন্তান কারো অবস্থাই ভালো নয়। তাদেরকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

রোববার সন্ধ্যায় বিস্ফোরণে দগ্ধ হন অন্তঃসত্ত্বা কুলসুম বেগম ও তার তিন বছরের ছেলে। তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, ৩০ শতাংশ দগ্ধ শরীর নিয়ে কুলসুমকে গাইনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়। সোমবার বেলা ১১ টার দিকে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন।

নবজাতক শিশুটিকে এনআইএসইউতে ও কুলসুমকে আইসিইউতে নেওয়া হয়েছে বলেও জানান এ চিকিৎসক।

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় খন্দকার ম্যানশন নামে ১০তলা ভবনের ষষ্ঠ তলায় রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন কুলসুম বেগম ও তার তিন বছর বয়সি ছেলে খালিদ।
ঘটনার সময় গৃহকর্তা মাসুদ ছিলেন বাসার বাইরে। তিনি জানান, বিস্ফোরণের শব্দ শুনে ওই ফ্ল্যাটে গিয়ে আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলম হোসেন জানান, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বিস্ফোরণে ঘরের জানালার কাঁচ ভেঙে গেছে বলে জানান তিনি।
লিকেজের কারণে ঘরে জমা হওয়া গ্যাস থেকে এই বিস্ফোরণ হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত