মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যারা বলে পাকিস্তান আমল ভালো ছিল, ব্যালটের মাধ্যমে তাদের রাজনৈতিক কবর রচনা করতে হবে। পাকিস্তানি জেনারেলরা পরাজিত হয়ে চলে গেছে, কিন্তু তাদের প্রেতাত্মা স্বাধীনতাবিরোধীরা এখনো এদেশে রয়ে গেছে। তারা পরাজয়ের গ্লানি এখনো ভুলতে পারেনি। তাই সুযোগ পেলেই পাকিস্তানের প্রশংসা করতে কার্পণ্য করে না। সেজন্য এখনো শোনা যায় এরা নাকি পাকিস্তান আমলে ভালো ছিল।
বুধবার রাজধানীর প্রেস ক্লাবে কানাডা প্রবাসী লেখক অ্যালভিন দিলীপ বাগচী রচিত ‘বাংলার স্থপতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক সচিব ও প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি শহীদুল্লাহ খন্দকার, লেখক অ্যালভিন দিলীপ বাগচী প্রমুখ।
মন্ত্রী বলেন, বিএনপি নেতারা দাবি করছেন পাকিস্তান আমল নাকি ভালো ছিল। পাকিস্তান আমল কোন সূচকে বর্তমান বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে ছিল তথ্য-উপাত্তসহ প্রমাণ করতে বিএনপির প্রতি আহবান জানান মন্ত্রী।
তিনি বলেন, বঙ্গবন্ধুর অবদানকে প্রশ্নবিদ্ধ করতে অর্থ খরচ করে বঙ্গবন্ধুর বিরুদ্ধে স্বাধীনতাবিরোধীরা অপপ্রচার চালায়। অনেক লেখককে ভাড়া করে বই লেখানো হয়েছে, সংবাদপত্রে নিউজ করানো হয়েছে। যার সবই মিথ্যা প্রমাণিত হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করা গেলেও তার আদর্শকে হত্যা করা যায়নি। জীবিত বঙ্গবন্ধুর চেয়েও মৃত বঙ্গবন্ধু এখন অনেক বেশি শক্তিশালী বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।