সোমবার , ৩ এপ্রিল ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ফায়ার সার্ভিস ও র‌্যাবের অগ্নিনির্বাপণ মহড়া বিষয়ক প্রশিক্ষণ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ৩, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ

রাজধানীর মোহাম্মদপুর বসিলায় র‌্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং র‌্যাব-২ এর যৌথ উদ্যোগে অগ্নিনির্বাপণ মহড়া বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ এপ্রিল) সকালে র‌্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে চিত্তবিনোদন কক্ষে প্রেজেন্টশন ক্লাস ও অত্র ব্যাটালিয়ন মাঠ প্রাঙ্গণে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়।

সোমবার (৩ এপ্রিল) এ তথ্য জানান র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মোহাম্মদপুর ফায়ার স্টেশন এর কর্তব্যরত সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান ও তার সঙ্গীয় অফিসার এবং ফায়ারম্যানদের সহায়তায় অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্খিত অগ্নিকাণ্ডের দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। এতে প্রাণহানিসহ হতাহত ও ব্যাপকহারে ক্ষয়ক্ষতি হচ্ছে। এসব অগ্নিকাণ্ডের কারণে জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি রোধকল্পে নিয়োজিত র‌্যাব-২ ব্যাটালিয়নের সদস্যদের অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল তত্ত্বীয় ও হাতে-কলমে শিক্ষা দানের জন্য অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - সারাদেশ