রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মো. মাহমুদুল হাসান মুরাদ (৩৪) নামের দীপ্ত টিভির এক সংবাদকর্মী আহত হয়েছেন। সোমবার (৩ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পথচারি সবুজ জানান, কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি মালিবাগ রেলগেট হয়ে যাওয়ার সময় রাস্তা পারাপার হতে গিয়ে সাংবাদিক মুরাদের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পথচারিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মালিবাগ রেলগেট এলাকা থেকে ট্রেনের ধাক্কায় আহত দীপ্ত টিভির এক সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সকাল সাড়ে ১০টায় ভর্তি করে দেওয়া হয়েছে।