শনিবার , ৮ এপ্রিল ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

‘নাতি কোটায় একটু সময় দেন, প্লিজ মাননীয় স্পিকার’

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ৮, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ

জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তীর বিশেষ অধিবেশনে ১৪৭ বিধিতে সংসদ নেতা শেখ হাসিনা উত্থাপিত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রয়াত মন্ত্রী মোহাম্মদ নাসিমের পুত্র সংসদ সদস্য তানভীর শাকিল জয় নাতি কোটায় স্পিকারের সময় চান।

বক্তব্যের এক পর্যায়ে তার সময় ফুরিয়ে আসায় স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, নাতি কোটায় আমাকে অল্প একটু সময় বাড়িয়ে দিয়েন, প্লিজ মাননীয় স্পিকার।’ এ সময় সংসদে হাসির রোল পড়ে যায়।

শনিবার এ আলোচনার সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। তানভীর শাকিল জয় তার বক্তব্যের শেষ পর্যায়ে এসে আরও একবার বলেন, ‘মাননীয় স্পিকার আরেকটু সময় দেবেন। নাতি কোটা… প্লিজ মাননীয় স্পিকার।’

এ সময় সংসদ সদস্যদের সঙ্গে স্পিকার নিজেও হেসে ফেলেন। জবাবে তিনি বলেন, ‘আচ্ছা, আর দুই মিনিট বলুন।

সর্বশেষ - সারাদেশ