শনিবার , ১৫ এপ্রিল ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

নিউমার্কেটে অগ্নিকাণ্ড: ৯ প্লাটুন আনসার মোতায়েন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৩ ৪:৪২ অপরাহ্ণ

রাজধানী ঢাকার নিউমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আনসার গার্ড ব্যাটালিয়নের (এজিবি) তিন প্লাটুন এবং অঙ্গীভূত আনসারের ৬ প্লাটুনসহ মোট ৯ প্লাটুন আনসার মোতায়েন করা হয়।

শনিবার ভোরে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্য মোতায়েন করা হয়। জীবনের ঝুঁকি নিয়ে এজিবি এবং অঙ্গীভূত আনসার সদস্যরা মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করতে এবং সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যবসায়ীদের সহায়তা করেন।

অগ্নিনির্বাপণ কাজে ৫ জন আনসার সদস্য আহত হন। তাদের মধ্যে দুজন এজিবি সদস্য ব্যাটালিয়ন আনসার শাকিল এবং ব্যাটালিয়ন আনসার আলমগীর গুরুতর আহত হয়ে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।

অঙ্গীভূত আনসার সদস্য সবুজ মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি আছেন। এছাড়া দুই জন অঙ্গীভূত আনসার সদস্য অসুস্থ হয়ে পড়লে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আনসার সদস্যরা নিরলস দায়িত্ব পালন করেন।

সর্বশেষ - সারাদেশ