রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় ট্রাকের ধাক্কায় মো. ফোরকান (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফোরকান বাগেরহাট জেলার চিতলমারী থানার কালিহাতি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। বর্তমানে মিরপুর ডিওএইচএস এলাকায় থাকতেন।
আহত অবস্থায় ফোরকানকে হাসপাতালে নিয়ে আসা হেদায়েত জানান, নিহত ফোরকান ব্যবসা করতেন। তিনি মিরপুর ডিওএইচএস এলাকায় থাকতেন। বাসা থেকে বেরিয়ে উত্তরার জসিমউদ্দীন রোড গার্মেন্টস থেকে স্টক কাপড় কেনার জন্য মোটরসাইকেলে যাচ্ছিলেন। এসময় দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ফোরকান রাস্তায় ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।