কর্মক্ষেত্রে দায়িত্বরত অবস্থায় তোলা ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার এবং রাজনৈতিক ও ধর্মীয় স্পর্শকাতর বিষয়ে মন্তব্য করছেন কিছু বিচারক। এতে বিচার বিভাগ সম্পর্কে জনমনে নেতিবাচক ভাবমূর্তি সৃষ্টি হচ্ছে, যা অপ্রত্যাশিত। এমন প্রেক্ষিতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অনুসরণীয় নির্দেশনা আবশ্যিকভাবে মেনে চলতে বলেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। রোববার (১৬ এপ্রিল) এ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে।
অধস্তন আদালতের বিচারক তথা বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অনুসরণীয় নির্দেশনা জারি করা হয়। সম্প্রতি তার ব্যত্যয় ঘটায়, তা পুনরায় মনে করিয়ে দিয়ে এ সার্কুলার জারি করা হয়।
সার্কুলারের ভাষ্যমতে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় বিচার বিভাগীয় কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ২০১৯ সালের সার্কুলার অনুযায়ী নির্দেশনাসমূহ প্রতিপালন করছেন না। কোনো কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা বিচারিক কর্মঘণ্টায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন।
‘সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের চেম্বার অথবা কর্মক্ষেত্রে দায়িত্বরত অবস্থায় তোলা ছবি বা ভিডিও আপলোড করাসহ নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা ভঙ্গকারী ছবি পাবলিক পোস্ট হিসেবে আপলোড করছেন। অন্যের আপলোড করা ছবি, ভিডিও বা কনটেট শেয়ার বা তাতে অপ্রয়োজনীয় মন্তব্য করছেন। এছাড়া রাজনৈতিক ও ধর্মীয় স্পর্শকাতর বিষয়ে মন্তব্য বা শেয়ার করছেন। ইউটিউব বা অন্য কোনো মাধ্যমে নিজ বা ছদ্মনামে চ্যানেল খুলে ভিডিও আপলোড করাসহ অপ্রয়োজনীয় ও গুরুত্বহীন অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করছেন।’
এতে আরও বলা হয়, কতিপয় বিচার বিভাগীয় কর্মকর্তার এরূপ কর্মকাণ্ডের ফলে বিচার বিভাগ সম্পর্কে জনমনে নেতিবাচক ভাবমূর্তি সৃষ্টি হচ্ছে, যা অপ্রত্যাশিত। এমন অবস্থায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বরের নির্দেশনাসমূহ আবশ্যিকভাবে প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হলো।