রবিবার , ২১ মে ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বাবা হারালেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ২১, ২০২৩ ৪:২০ পূর্বাহ্ণ

বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার বাবা জ্যোতিষী পি খুরানা মারা গেছেন। শুক্রবার (১৯ মে) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পি খুরানা। তিনি খ্যাতনামা জ্যোতিষী ছিলেন।

পি খুরানা অনেকদিন ধরেই হৃদরোগের সম্যায় ভুগছিলেন বলে জানা গেছে। ইন্ডিয়ান টাইমসের সংবাদে জানা গেছে, ভারতের মোহালির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আয়ুষ্মানের পিতা। কিন্তু চিকিৎসকদের অনেক চেষ্টার পরেও তাকে বাঁচানো যায়নি।

আয়ুষ্মান খুরানার ভাই অপারশক্তির মুখপাত্রের পক্ষে একটি বিবৃতি প্রকাশ করে পি খুরানার মৃত্যু সংবাদ জানানো হয়। বিবৃতিতে লেখা হয় ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আয়ুষ্মান ও অপারশক্তি খুরানার বাবা জ্যোতিষী পি খুরানা শুক্রবার সকাল সাড়ে ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’ শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

বাবা হারালেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা

বাবার সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক ছিল দুই অভিনেতার। ২০২০ সালে, আয়ুষ্মান খুরানা বাবার জন্মদিনে তার সঙ্গে একটি ছবি পোস্ট করেন। জন্মদিনে বাবাকে অভিনন্দন জানিয়ে, তাকে বিশ্বের সেরা পিতা হিসাবে বর্ণনা করেন অভিনেতা।

প্রয়াত পি খুরানা আইনের ছাত্র ছিলেন বলে জানা যায়। তবে জ্যোতিষচর্চাতেই বেশি আগ্রহী ছিলেন তিনি। জ্যোতিষবিদ্যার বেশ কিছু বইও লিখেছিলেন তিনি। পি খুরানার হঠাৎ প্রয়াণে শোকস্তব্ধ পরিবার ও বন্ধুমহল।

সর্বশেষ - সারাদেশ