মঙ্গলবার , ৩০ মে ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

চিড়িয়াখানার হরিণ চুরি করে ভূরিভোজ!

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ৩০, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্ক মিনি চিড়িয়াখানার একমাত্র চিত্রা হরিণটি জবাই করে খেয়ে ফেলেছে দুর্বৃত্তরা। বনবিভাগ চুরি যাওয়া হরিণের চামড়াটি উদ্ধার করে একজনকে আটক করেছে।

মঙ্গলবার আটককৃত বাদশা মিয়াকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরও ৭-৮ জনকে আটক করার জন্য অভিযান চালাচ্ছে বন বিভাগ।

মধুটিলা রেঞ্জ সূত্র জানায়, পার্কের ভেতরে মিনি চিড়িয়াখানায় দুটি হরিণ ছিল। কিছুদিন আগে একটি হরিণ শেয়ালে খেয়ে ফেলে। বাকি ৫০ কেজি ওজনের প্রাপ্তবয়স্ক একমাত্র হরিণটি রোববার রাতে দুর্বৃত্তরা চুরি করে জবাই করে মাংস ভাগবাটোয়ারা করে নেয়। সোমবার সকালে টের পেয়ে বনবিভাগ রহস্য উদঘাটনে তদন্তে নামে। দিনব্যাপী তদন্ত শেষে তারা বাতকুচি নামাপাড়া বাজার থেকে ওই এলাকার জাহেদ আলীর ছেলে বাদশা মিয়াকে (৩৫) আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির পুকুর থেকে জবাই করা হরিণের চামড়াটি উদ্ধার করে।

এ ঘটনায় মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তিনি বলেন, এই হরিণ চুরির ঘটনার সঙ্গে আরও ৭-৮ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

সর্বশেষ - সারাদেশ