এবারের কুরবানির ঈদে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃহৎ আকৃতির যেসব গরু আলোচনায় রয়েছে তার মধ্যে চিতলমারীর বড়বাড়িয়া মুন্সিপাড়ার আরাফাত মোল্লার খামারের কালো মানিক নামের ষাঁড়টি অন্যতম। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে সম্ভাব্য ক্রেতারা ও উৎসুক জনতা কালো মানিককে দেখতে আসছেন।
প্রায় ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতা, ১০ ফুট লম্বা ও ৩০ মণ ওজনের গরুটি সাড়ে ৯ লাখ টাকা দাম উঠেছে। খামারি আরাফাত মোল্লা ১২ লাখ টাকায় বিক্রয়ের ইচ্ছাপোষণ করেছেন।
তিনি জানান, আচরণে শান্ত স্বভাবের এই ফ্রিজিয়ান গরুটিকে চার বছর ধরে পরম মমতায় নিজ খামারে লালন-পালন করে আসছেন তিনি। গায়ের রং গাঢ় কালো হওয়ায় গরুটির নাম কালো মানিক রাখা হয়েছে। পারিবারিকভাবে লালন-পালন করা এই ষাঁড়টিকে কোনো কেমিক্যাল মিশ্রিত খাদ্য বা ইনজেকশন ছাড়াই খৈল, ভূষি, ভুট্টা, চালের কুড়া, খড় ও সবুজ ঘাস খাইয়ে পরম যত্নে বড় করে তুলেছেন।
চলতি বছর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক আয়োজিত প্রদর্শনীতে কালো মানিক শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করে। কাঙ্ক্ষিত মূল্য পেলে আরাফাত মোল্লা নিজ খরচে গরুটিকে ক্রেতার বাড়িতে পৌঁছে দেবেন।