ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সবার প্রিয় ফুটবল স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় স্মার্ট কাঁচেরকোল ইউনিয়ন সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুলাই) উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের বেণীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকাল সাড়ে ৪টায় জমজমাট এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ‘পান্টি ফুটবল একাদশ’কে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শৈলকুপার ‘শেখপাড়া ফুটবল একাদশ’ (ব্রাদার্স ইউনিয়ন)।
খেলা শুরুর নির্ধারিত সময়ের আগেই বৃষ্টি বাধা উপেক্ষা করে হাজার হাজার দর্শকদের সমাগমে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দীর্ঘদিন পর এমন জমজমাট খেলা দেখতে পেরে দারুণ খুশি বিভিন্ন বয়সী হাজারো দর্শক।
এসময় কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সালাহ্উদ্দীন জেয়ার্দার মামুনের সময়োপযোগী এমন টুর্নামেন্ট আয়োজনে ভূয়সী প্রশংসা করেন আগত ক্রীড়ামোদি দর্শকরা। মাদক থেকে দূরে থাকাসহ সমাজ ও রাষ্ট্র গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন বলে জানায় ফুটবল টুর্নামেন্ট কমিটি।
এ ফাইনাল খেলায় অ্যাডভোকেট সালাহ্উদ্দীন জেয়ার্দার মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এম হাকিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস প্রমুখ।
এসময় কাঁচেরকোল ইউপি চেয়ারম্যান মামুন জেয়ার্দার বলেন, স্মার্ট কাঁচেরকোল ইউনিয়ন সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে শুরু থেকে শেষ পর্যন্ত খেলায় কোনো ঝগড়া-বিবাদ হয়নি। স্মার্ট ফুটবল, স্মার্ট খেলোয়াড় ও স্মার্ট জনগণ, তাই আমি বলতে পারি আমার এলাকার জনগণ স্মার্ট হয়েছে। খেলাটি সবাই শতভাগ আনন্দের সঙ্গে উপভোগ করেছে। আমরা আগামীতে আরও ভালো টুর্নামেন্টের আয়োজন করবো। পরে খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন আগত প্রধান ও বিশেষ অতিথিরা।
গত ৮ জুন কচুয়া বাজার ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের তুহিন জেয়ার্দার ৮টি দল নিয়ে এ টুর্নামেন্ট শুরু করেন।