নাটোরে থানা হেফাজতে আসামিদের নির্যাতনের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপারসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে লালপুর আমলি আদালতের দেওয়া মামলার নির্দেশ স্থগিত করেছেন জেলা ও দায়রা জজ আদালত।
রোববার (১৬ জুলাই) দুপুরে বিচারক মো. শরীফ উদ্দিন এ আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন, উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান, ওমর ফারুক ও এক কনস্টেবলের বিরুদ্ধে মামলা করতে নাটোরের পুলিশ সুপারকে নির্দেশ দেন লালপুর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দিন। একইসঙ্গে ১৫ জুলাইয়ের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
রোববার নিম্ন আদালতের আদেশের বিষয়টি নিয়ে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করেন।
পিপি সিরাজুল ইসলাম বলেন, পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলার নির্দেশের বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়। আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশ স্থগিত করেন। ২৬ সেপ্টেম্বর রিভিশনের পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। এসময় পর্যন্ত নিম্ন আদালতের আদেশ সাময়িক স্থগিত থাকবে।
এর আগে বৃহস্পতিবার আসামিদের আদালতে তোলা হলে তারা কাঠগড়ায় অভিযোগ করেন, পুলিশ হেফাজতে তাদের ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে।
এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, ধরার সময় তারা দৌড়ে পালাতে গিয়ে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। তাদের বিরুদ্ধে ছিনতাই ও চুরির একাধিক মামলা রয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী দুটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।