শনিবার , ২২ জুলাই ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪২

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ২২, ২০২৩ ১:২৩ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪২ জন। এ নিয়ে চলতি মাসের প্রথম তিন সপ্তায় ২২ হাজার ৭০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৯ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩ জন রোগী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ৬৫৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮৩৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৮১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩০ হাজার ৬৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৮ হাজার ৮৮৫ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১১ হাজার ৮০০ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ হাজার ৮৬২ জন। ঢাকায় ১৪ হাজার ৯১৫ এবং ঢাকার বাইরে ৮ হাজার ৯৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মাসের হিসাবে চলতি বছরের জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১, এপ্রিলে ১৪৩, মে মাসে ১০৩৬ এবং জুন মাসে ৫৯৫৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে দুই, মে মাসে দুই এবং জুন মাসে ৩৪ জনের মৃত্যু হয়েছে।

দেশে এর আগে সর্বোচ্চ সংক্রমণের বছর ২০১৯ সালে প্রথম ছয় মাসে ডেঙ্গুতে আক্রান্ত ছিল ২২০৮ জন। গত বছরের প্রথম ছয় মাসে আক্রান্ত হয়েছিলেন ১০৮৯ জন। কিন্তু এ বছরের জুন মাস পর্যন্ত ৭৭৫৪ জন। গত বছরের জুন পর্যন্ত এ রোগে মারা যান মাত্র একজন। অন্যদিকে এ বছর এডিস মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গেছে, তা ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় সামনে ডেঙ্গুর প্রকোপ আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিষয়গত লক্ষ্য নয়, তরুণদের সম্পর্ক গড়ায় মন দিতে বললেন জুকারবার্গ

বাইডেন-শি বৈঠকে গুরুত্ব পাবে তাইওয়ান ইস্যু

বাংলাদেশের পরিস্থিতি কখনও শ্রীলঙ্কার মতো হবে না: গবেষণা

প্রশ্নে সাম্প্রদায়িক উসকানি: ‘জড়িতদের চিহ্নিত’ করল শিক্ষা বোর্ড

‘সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া দেশের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না’

রুশ বিজয়ীকে নোবেল শান্তি পুরস্কার ‘প্রত্যাখ্যানের পরামর্শ’

জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচন করলো জাপা

এসএসসিতে পাসের হার ৮৩.০৪ শতাংশ

ডলারের সর্বোচ্চ বিনিময় মূল্য রেমিট্যান্সে ১০৮, রপ্তানি আয়ে ৯৯ টাকা

স্কুল ফিডিং বন্ধ প্রাথমিকে শিক্ষার্থী উপস্থিতি কমেছে ২০-৩০ শতাংশ