সোমবার , ৩১ জুলাই ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে হামলার পেছনে আইএস: পুলিশ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ৩১, ২০২৩ ৮:৪৭ পূর্বাহ্ণ

পাকিস্তানের জামিয়াত উলেমা–ই–ইসলাম ফজল (জেইউআই-এফ) দলের সমাবেশে আত্মঘাতী হামলার ঘটনায় জঙ্গি সংগঠন আইএস জড়িত বলে সন্দেহ করছে খাইবার পাখতুনখাওয়া পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে আজ সোমবার এমন দাবি করা হয়েছে।

গতকাল রোববার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাজাউরে জেইউআই-এফ দলের সম্মেলনে এক আত্মঘাতী ব্যক্তি বোমা হামলা চালান। এ ঘটনায় কমপক্ষে ৪৬ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

ডিস্ট্রিক্ট পুলিশ কর্মকর্তা (ডিপিও) নাজির খান বলেন, বাজাউর এবং আশপাশের এলাকার হাসপাতালগুলোয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আহত ব্যক্তিদের বেশির ভাগই এসব হাসপাতালে ভর্তি আছেন। গুরুতর আহত ব্যক্তিদের সামরিক হেলিকপ্টারে করে বাজাউর থেকে পেশোয়ারের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পাকিস্তানে রাজনৈতিক দলের সম্মেলনে বিস্ফোরণে নিহত ৩৫

ভিডিও থেকে নেওয়া ছবি

নাজির খান বলেন, ‘বাজাউরে বিস্ফোরণের ঘটনায় আমরা এখনো তদন্ত করছি এবং তথ্য সংগ্রহ করছি। প্রাথমিক তদন্তে দেখা গেছে, নিষিদ্ধ সংগঠন দায়েশ (আইএসের আরেক নাম) এ হামলার সঙ্গে জড়িত।’

পুলিশ আরও বলেছে, তারা ওই আত্মঘাতী হামলাকারীর ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।

ডিপিও নাজির খান বলেছেন, তিন সন্দেহভাজনকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।

জেইউআই-এফের প্রধান মাওলানা ফজলুর রেহমানের দাবি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং খাইবার পাখতুনখাওয়ার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আজম খান যেন ঘটনাটির তদন্ত করেন।=

জেইউআই-এফ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের নেতৃত্বাধীন জোট সরকারের গুরুত্বপূর্ণ মিত্র। নভেম্বরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন শাহবাজ। গতকালের ওই হামলাকে পাকিস্তানের গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আক্রমণ বলে উল্লেখ করেছেন তিনি। শাহবাজ আরও বলেছেন, দোষী ব্যক্তিদের অবশ্যই সাজার মুখোমুখি করা হবে।

গত বছর তেহরিক–ই–তালেবান পাকিস্তান (টিটিপি) এবং ইসলামাবাদের মধ্যকার যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে পাকিস্তানে জঙ্গি হামলা বেড়েছে। চলতি বছরের শুরুর দিকে পেশোয়ারে একটি মসজিদে বোমা হামলায় শতাধিক মানুষ নিহত হন।

সর্বশেষ - সারাদেশ