শুক্রবার , ৪ আগস্ট ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

তামিমের রিপোর্ট দেখেই মেজাজ গরম হয়ে যায় পাপনের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ৪, ২০২৩ ৫:২৬ পূর্বাহ্ণ

গত বছরের নভেম্বর থেকে কোমরের চোটে ভুগছেন তামিম ইকবাল। কিন্তু তার চোটটা কী ধরনের, সেটাই অনেকটা সময় বোঝা যায়নি। সবশেষ দুবাই থেকে রিপোর্ট পাঠানোর পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তামিমের অবস্থা সম্পর্কে অবগত হন।

সম্প্রতি চিকিৎসা করতে দেশের বাইরে যাওয়ার আগে এক সাক্ষাৎকারে নিজের চোট নিয়ে কথা বলেন তামিম। এই বিষয়ে
বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘তামিম কিন্তু ঢাকায় এমআরআই বা স্ক্যান যা যা করার করেছে। ভারতে, ব্যাংককে, লন্ডনেও করেছে। এবার প্রথম দুবাই থেকে রিপোর্ট পাঠানোর পর, সেখানে প্রথম দেখি সমস্যা আছে।’

রিপোর্ট দেখার পর তা আগে কেন পাঠানো হয়নি তা তামিমের কাছে জানতে চান পাপন। এ নিয়ে তামিম বলেন, ‘আমার চোট কিন্তু ২০২২ সালের নভেম্বর থেকে ছিল। আগে রিপোর্ট পাঠাইনি। রিপোর্ট পাঠানোর পর বলেছেন, কেন আগে জানানো হয়নি তাকে। জানাতে বলেছেন। এটা কারো সঙ্গে হওয়া উচিত নয়।’

তামিমের সেই চোটের খবর পাওয়ার পর মেজাজ গরম হয়ে যায় পাপনের। তার মনে হয়, অবহেলার কারণেই সমস্যাটা বেড়েছে। নাহলে এতদিনে চোট ঠিক হয়ে যাওয়ার কথা ছিল।

পাপন বলেন, ‘আমার তো মেজাজই গরম হয়ে গেলো রিপোর্ট দেখার পর। এই ব্যাপারটা আমাদের আরও ইনভেসটিগেট করে বের করা দরকার। এটা যেভাবে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে তাতে একটা ব্যাপার আছে। এটা হওয়ার কথা না।’

‘এটা যদি ২০২২ এ হয়ে থাকে তাহলে এতদিনে ভালো হয়ে যাওয়ার কথা। তো নিশ্চয়ই এটা নিয়ে অবহেলা করা হয়েছে, এজন্যই আমাদের এরকম কথা এখন শুনতে হচ্ছে। আগে থেকে চিকিৎসা করা হলে এতদিনে ভালো হয়ে যেতো’- যোগ করেন বিসিবি সভাপতি।

সর্বশেষ - সারাদেশ